এক্সপ্লোর
Panchayat Election : রাজ্যপালকে ফের বেনজির আক্রমণে মদন-কল্যাণ | ABP Ananda LIVE
WB Panchayat Election 2023 : রাজ্যপালকে ফের বেনজির আক্রমণে মদন-কল্যাণ। 'পিস হাউসের নামে রাজ্যপাল হিংসা ছড়াচ্ছেন, নিজের বাড়িকে অপবিত্র করে তুলছেন'। 'ভোটের রেজাল্ট বেরোনোর পর রাজ্যপালের বাড়িকে গঙ্গা জলে ধোয়া উচিত আমাদের'। 'রাজ্যপাল ও কেন্দ্রীয় বাহিনী শেষ কথা বলবে না'।'আগেরবারের স্লোগান ছিল খেলা শুরু, এবারের স্লোগান খেলা শেষ' । হুঙ্কার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। 'পঞ্চায়েত ভোটে বিজেপির বড় প্রচারক রাজ্যপাল সিভি আনন্দ বোস'। 'পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতো সংবিধান-ঘাতক একজনকেও পাবেন না'। লাগামহীন আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
আরও দেখুন






















