এক্সপ্লোর
Maha Shivaratri। শিবরাত্রিতে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো প্রধানমন্ত্রীর,সঙ্গী যোগী আদিত্যনাথ
ABP Ananda: একে মহাশিবরাত্রি (Shivaratri 2024), তার উপর বারাণসী তাঁর নির্বাচনী কেন্দ্র। সব মিলিয়ে শনিবার কখন আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), সেই অপেক্ষায় প্রহর গুণছিলেন সাধারণ মানুষ। তিনি এলেন, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথকে তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। দর্শক তথা কাশী বিশ্বনাথের ভক্তদের দিকে তাকিয়ে ছিলেন দুজনই। প্রধানমন্ত্রীর হাতে ত্রিশূল। পাশে স্মিত হাসি যোগী আদিত্যনাথের।
আরও দেখুন
Advertisement























