এক্সপ্লোর
Mahua Moitra: বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, খবর সূত্রের
ABP Ananda LIVE: এবার মহুয়া মৈত্রকে তলব ইডির(ED)। কাল দিল্লিতে(delhi) কৃষ্ণনগরের তৃণমূল (tmc)প্রার্থীকে তলব। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে(mahua moitra) জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, খবর সূত্রের। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শনিবার মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। গতকালই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে মহুয়া মৈত্রকে নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর। কাল শিল্পপতি দর্শন হিরানন্দানিকেও তলব করেছে ইডি।
আরও দেখুন






















