এক্সপ্লোর
Lok Sabha Election: ভোটের আবহে ফের প্রশ্নের মুখে রাজনীতিবিদদের ভাষা সংস্কৃতি | ABP Ananda LIVE
West Bengal: ভোটের (lok sabha election)আবহে ফের প্রশ্নের মুখে রাজনীতিবিদদের ভাষা সংস্কৃতি। আজ মাথাভাঙায়, বক্তব্য় চলাকালীন মুখ্য়মন্ত্রীর (mamata banerjee)একটা শব্দপ্রয়োগ নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা। সেই ভিডিও পোস্ট করে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা(suvendu adhikari)। যদিও, ওই শব্দপ্রয়োগের পরপরই তা প্রত্য়াহার করে নিয়ে দুঃখপ্রকাশ করেন তৃণমূলনেত্রী। অন্য়দিকে আজ তৃণমূলের উদ্দেশে দিলীপ ঘোষ বললেন, ''আমি এখনও শুরু করিনি। ওরা ঠুকঠাক করছে, যেদিন একটা ঘা মারব না, কামারের ঘা দেখেনি। সিধা হয়ে যাবে সব।''
আরও দেখুন






















