Mamata Banerjee: 'আমাদের কর্মীদের গ্রেফতার করলে তাঁদের স্ত্রীরা রাস্তায় নামবে', হুঁশিয়ারি মমতার
ABP Ananda LIVE: 'ভোটের (lok sabha election) পর রাজ্যে (west bengal)আমাদের সরকার থাকবে'। 'আমিও তো বলতে পারি, আপনাদের সবাইকে জেলে পাঠাব'। 'কিন্তু আমি একথা বলতে পারি না'। 'মোদির গ্যারান্টি জুন মাসের পর সবাইকে জেলে ভরে দেওয়ার'। 'আমাদের গ্যারান্টি মানুষের পাশে দাঁড়ানো'। 'দুর্নীতি নিয়ে মিথ্য়ে বলছেন, প্রমাণ করে দেখান'। 'উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে কেন গরু আসে, আমরা চাই না গরু আসুক'। 'সীমান্ত রক্ষার দায়িত্ব, কয়লা খনির নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের'। 'ত্রুটি সংশোধন ১১ লক্ষ বাড়ির তালিকা পাঠিয়েছিলাম, কিন্তু টাকা দেয়নি কেন্দ্র'। 'এখন বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে'। 'আমরাই ভোটের পর বাড়ি তৈরি করে দেব, বাংলাই নিজেই নিজের পায়ে দাঁড়াবে'। 'প্রধানমন্ত্রী (narendra modi)আপনার কাছ থেকে মানুষ ভদ্র ভাষা প্রত্যাশা করে'। 'কিন্তু আমাদের ভয় দেখাবেন না, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার'।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)