শিরোনাম: মমতার অডিও ক্লিপে 'প্রলয় কাণ্ড' রাজ্য-রাজনীতিতে
জোড়া অডিও টেপে তোলপাড় রাজ্য। তমলুকের বিজেপি নেতাকে ফোন করে ভোটের সাহায্য চেয়েছেন মমতা (Mamata Banerjee)। দাবি বিজেপির (BJP)। বিধি বদলে কমিশনকে প্রভাবিত করতে শিশির বাজোরিয়াকে ফোন মুকুল রায়ের। পাল্টা টেপ প্রকাশ করে দাবি কুণাল ঘোষের (Kunal Ghosh)।
ভোটের সাহায্য চেয়ে পূর্ব মেদিনীপুরে বিজেপি নেতা প্রলয় পালকে ফোন মমতার। অডিও ক্লিপ শুনিয়ে দাবি বিজেপির।
বিশ্বাসঘাতকতা করতে পারব না। প্রতিক্রিয়া বিজেপি নেতার। ভোটে জিততে এমনটা করছেন মমতা। কটাক্ষ বিজেপির। দলের পুরনো কর্মীকে ফোন করে ফেরাতে বেশ করেছেন নেত্রী পাল্টা তৃণমূল (TMC)।
বিজেপির পাল্টা অডিও টেপ তৃণমূলের। কমিশনকে প্রভাবিত করতে বাজোরিয়াকে ফোন মুকুলের। দাবি কুণালের।






















