নজরে ৯ চটজলদি: সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করতে Buddhadeb Bhattacharya-র আবেদন
বিধানসভা ভোটে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করতে বুদ্ধদেব ভট্টাচার্যের আবেদন। "এরাই পারবে অন্ধকার থেকে রাজ্যকে বের করে আনতে। নন্দীগ্রাম-সিঙ্গুরে এখন শ্মশানের নিরাপত্তা। কৃষি-শিল্পে গত এক বছরে পিছিয়ে পড়েছে বাংলা।" নন্দীগ্রামে ভোটের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিবৃতি।
ভিন রাজ্যের পুলিশের বেশে বহিরাগত গুণ্ডা। নন্দীগ্রামে প্রচারে ফের অধিকারী পরিবারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। "উড়ে এসেছেন উড়ে চলে যাবেন।" প্রাক্তন দলনেত্রীকে পাল্টা আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বৃহস্পতিবার ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূলের (TMC) বিক্ষোভের মুখে শুভেন্দু। গাড়ির উপর চড়াও।






















