এক্সপ্লোর
প্রতিমা, হোম, খিচুড়ি ভোগ, সাড়ম্বরে কোজাগরী লক্ষ্মীপুজো করলেন পায়েল সরকার
নিজের বাড়িতেই পুজোর আয়োজন, তবে ছোট নয় মোটেই। প্রতিমা থেকে শুরু করে হোম, ভোগ, আয়োজন ছিল সবকিছুরই। নিজের বাড়িতেই ধনদেবীর আরাধনায় ব্রতী হলেন অভিনেত্রী পায়েল সরকার। এদিন নিজের ফ্ল্যাটেই পুজোর আয়োজন করেন পায়েল সরকার। সাবেকি শাড়ির সঙ্গে হালকা সাজে সেজেছিলেন পায়েল। পুরোহিতের সঙ্গে নিজেই পুজোয় বসেছিলেন তিনি। দিলেন অঞ্জলি, অংশ নিলেন পুজোর অন্যান্য আচার অনুষ্ঠানেও।
আরও দেখুন






















