Rahool Mukharjee: পদে পদে বাধা রাহুলের কাজে, নিজেদের অবস্থানে অনড় ফেডারেশন। ABP Ananda Live
ABP Ananda Live: বিতর্কের মুখেও অনড় ফেডারেশন, পরিচালক রাহুলকে বদলালে কাজে ফেরার শর্ত। 'ব্যান' উঠতেই পরিচালক রাহুলের শ্যুটিং 'বয়কটে' টেকনিসিয়ানরা! পদে পদে শ্যুটিংয়ে বাধা, ফ্লোর থেকেই ফিরতে হল প্রসেনজিৎ-অনির্বাণদের! 'ডিরেক্টর রাহুল মুখোপাধ্যায়কে চাই না, উনি ক্রিয়েটিভ প্রোডিউসারই থাকুন'। 'টলিপাড়ার কলাকুশলীদের বঞ্চিত করে শ্যুটিং করলে অসহযোগিতা হবেই'। বঞ্চনার অভিযোগে পরিচালক রাহুলের শ্যুটিংয়ে অংশ নিতে নারাজ টেকনিসিয়ানরা । পদে পদে শ্যুটিংয়ে বাধা, রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে একজোট পরিচালকরা । সোমবার পর্যন্ত টেকনিসিয়ানদের ডেডলাইন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর। রাহুলের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে প্রসেনজিৎ, দেব, কৌশিক, অনিরুদ্ধ, পরমব্রতরা। UPSC-র কোচিং নিতে এসে দিল্লিতে প্রাণ গেল ২ ছাত্রীর । হঠাৎ জলের তলায় ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্ট, ২ ছাত্রীর মৃত্যু। বেসমেন্টে কোচিং সেন্টারের লাইব্রেরিতে হঠাৎ জলমগ্ন, মর্মান্তিক মৃত্যু। হঠাৎ বৃষ্টিতে কীভাবে বেসমেন্টের প্রায় ১২ ফুট জলের তলায়? ভাবে দুর্ঘটনা? ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিল্লি সরকারের।