এক্সপ্লোর
Abhishek Banerjee : ‘উড়নচণ্ডী রাজপুত্র জানেনই না জাতীয় গৌরব কাকে বলে', জয় শাহকে নিশানা অভিষেকের
জাতীয় পতাকা বিতর্কে জয় শাহকে নিশানা অভিষেকের। ভারত-পাক ম্যাচের সময়কার ভিডিও ট্যুইট করে নিশানা। ‘উড়নচণ্ডী রাজপুত্র জানেনই না জাতীয় গৌরব কাকে বলে, ‘জাতীয় পতাকার অবমাননা করেছেন জয় শাহ’, ‘জাতীয় পতাকা প্রত্যাখ্যান আসলে শাসকের ভণ্ডামি’। ‘ওঁরা নাটকে বিশ্বাসী, মূল্যবোধে নয়’, ‘ওঁদের অভাব রয়েছে জাতীয়তাবোধেও’। ট্যুইট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
জেলার
বুধবার থেকে মিলন মেলা প্রাঙ্গণে শুরু কেবল টিভি শো-২০২৫,এবছর তাদের ২৬তম বছরে পা
আরও দেখুন


















