এক্সপ্লোর
Advertisement
রাত পোহালেই ভূমি পুজো! সুরযুর তীরে আজ ৩ লক্ষ প্রদীপ দিয়ে ছোট দীপাবলির আয়োজন
কাল অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। তার আগে হনুমানগড়ি মন্দিরে পতাকা পুজো। পূর্ব কর্মসূচি অনুযায়ীই থাকছেন মোদি, জানিয়ে দিল পিএমও। ভূমিপুজো উপলক্ষ্যে প্রস্তুতি এরাজ্যেও। জেলায় জেলায় গেরুয়া শিবিরের কর্মসূচি। । শুভ কাজ শুরুর আগে হনুমানগড়ি মন্দিরে পুজো করাই রীতি। ভূমিপুজো উপলক্ষে রাম,লক্ষ্ণণ, ভরত ও শত্রঘ্নর বিগ্রহকে পরানো হবে নয় রকমের মণিরত্ন-খচিত সবুজ বসন। আগামীকাল রাম মন্দিরের ভূমিপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে আজ হনুমানগড়ি মন্দিরে পতাকা পুজো। শুভ কাজ শুরুর আগে এখানে পুজো করাই রীতি। ভূমিপুজো উপলক্ষে রাম,লক্ষ্ণণ, ভরত ও শত্রঘ্নর বিগ্রহকে পরানো হবে নয় রকমের মণিরত্ন-খচিত সবুজ বসন। সূত্রের খবর, কাল রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠানে ১৬২ জন অতিথি উপস্থিত থাকবেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে অযোধ্যায় দুটি পৃথক মঞ্চ তৈরি করা হচ্ছে। সূত্রের খবর, প্রধান মঞ্চটিতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং রাম জন্মভূমি ট্রাস্টের চেয়ারম্যান নিত্যগোপাল দাস। দ্বিতীয় মঞ্চে থাকবেন অন্যান্য অতিথিরা। সূত্রের খবর, ভূমিপুজো উদ্বোধনের পর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও মোহন ভাগবত।
জেলার
'বড় চক্রান্ত আছে, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই', মন্তব্য গৌতম দেবের
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement