Bangladesh Monk Arrest : বাংলাদেশের হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ, কড়া বিবৃতি আরএসএস-এর
ABP Ananda Live: বাংলাদেশের হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ, কড়া বিবৃতি আরএসএস-এর। 'অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপর সন্ত্রাস বন্ধ হোক'। 'সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক'। 'বাংলাদেশে হিন্দু-সহ সব সংখ্যালঘুর ওপর হামলা চলছে'।
'লুঠ থেকে খুন, মহিলাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে'। 'কোনও পদক্ষেপ না করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাংলাদেশ সরকার'। 'হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সরব হতেই চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হল'।
: 'হাসপাতালে সমস্যার সম্মুখীন হলে সহযোগিতার হাত বাড়ানো হবে'। 'ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে বিভিন্ন টেস্ট করানো হবে'। 'ডায়মন্ডহারবারে প্রতি বছর ৫৮০ কোটি টাকার কাজ হয়েছে, কেন্দ্রের সহযোগিতা ছাড়া'। 'আর জি করকাণ্ডের নিন্দা প্রথমদিন থেকে করেছি, যারা এই ঘটনা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকার নেই'। 'বাংলায় বিক্ষোভ-মিছিল চলাকালীন প্রতি ১০ মিনিটে ভারতে একটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে'। 'বিধানসভায় অপরাজিতা বিল পাশ করেছে রাজ্য সরকার'। 'ভ্যাকসিন দিয়ে করোনাকে হারিয়েছি, ধর্ষণের মতো ঘটনা চিরতরে সরাতে গেলে একমাত্র সমাধান অ্যান্টি রেপ বিল'। 'বিধানসভায় অপরাজিতা বিল পাস হয়েছে, রাজ্যপাল সেই বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, সেই বিল ২ মাস পড়ে আছে রাষ্ট্রপতির কাছে'।