এক্সপ্লোর
Advertisement
বেশি রাজনৈতিক কথা বলছেন রাজ্যপাল, অভিযোগ সুদীপের, সরকারের কাছে প্রশ্ন করেছেন, অসহিষ্ণু হওয়ার কী আছে? মন্তব্য দিলীপের
আবার ট্যুইট করে রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যে ত্রাণ বিলিতে বিজেপি সাংসদদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ট্যুইট করেছিলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ ছিল, পুলিশ-প্রশাসন সাংসদদের কাজে বাধা দিচ্ছে। এর উত্তরে রাজভবনকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান,জেলাশাসকরা, পুলিশ প্রশাসন বিধি মেনে আইন মোতাবেক কাজ করছে। এরপরই আজ রাজ্যপালের ট্যুইট, কোথায় চলেছি! সাংসদদের কাজে বাধা দেওয়ার ইস্যুতে স্বরাষ্ট্রসচিবের কী প্রতিক্রিয়া। তাতে কোনও সারবস্তু নেই। যখন কেউ কেউ হাজার লোকের খাবার ব্যবস্থা করছেন, তখন অন্যরা বাইরে বেরোচ্ছেন না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ধামাচাপা দেওয়া যাবে না। আর একটি ট্যুইটে রাজ্যপাল জানান, এই বিভেদকামী মনোভাব গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রীর কাছে সংশোধনের আর্জি জানাব। সাংসদ সুভাষ সরকার, জন বার্লা, অর্জুন সিংহ এবং রাজু বিস্তা অভিযোগ করেছেন যে তাঁদের গতিবিধিতে প্রশাসন বাধা দিচ্ছে। এই ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু সরিয়ে রাখা যাবে না।
বিজেপি নেতারা রাজনৈতিক কথা কম বলছেন, বেশি রাজনৈতিক কথা বলছেন রাজ্যপাল, অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
আমরা যখন এই সরকারের কাছ থেকে ন্য়ায় পাচ্ছি না, তখন সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে যাব। আমরা অভিযোগও জানিয়েছি। সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন রাজ্যপাল। সরকারের কাছে প্রশ্ন করেছেন। তাতে অসহিষ্ণু হওয়ার কী আছে? মন্তব্য দিলীপ ঘোষের।
বিজেপি নেতারা রাজনৈতিক কথা কম বলছেন, বেশি রাজনৈতিক কথা বলছেন রাজ্যপাল, অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
আমরা যখন এই সরকারের কাছ থেকে ন্য়ায় পাচ্ছি না, তখন সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে যাব। আমরা অভিযোগও জানিয়েছি। সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন রাজ্যপাল। সরকারের কাছে প্রশ্ন করেছেন। তাতে অসহিষ্ণু হওয়ার কী আছে? মন্তব্য দিলীপ ঘোষের।
Tags :
Governor Tweet On Ration Cronavirus China Corona In Kolkata Corona In West Bengal Corona Virus Update In ABP Ananda Coronavirus Lockdown Coronavirus Latest News Governor Jagdeep Dhankhar Coronavirus In India Coronavirus LIVE Coronavirus India West Bengal Lockdown India Lockdown Nabanna Dilip Ghoshবাংলা
প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায়, লিপস অ্য়ান্ড বাউন্ডসের নাম
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অফবিট
Advertisement