Arvind Kejriwal: মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরার পরিকল্পনা বিজেপির, কেজরিওয়ালের মন্তব্যে তোলপাড়। ABP Ananda Live
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জেলে ভরার পরিকল্পনা বিজেপির (BJP), কেজরিওয়ালের (Arvind Kejriwal) মন্তব্যে তোলপাড়। 'বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দুর্নীতিতে জর্জরিত গোটা দেশ'। 'জুমলাবাজি করে কতদিন চলবে, মানুষ অত্যন্ত ক্ষুব্ধ'। 'যত আঞ্চলিক দলের নেতা আছে, তাঁদের জেলে ভরার পরিকল্পনা করেছে'। 'আঞ্চলিক দলের নেতারা জেলবন্দি থাকলে প্রচার করতে পারবে না'। 'বিজেপি ভাবছে সেই সুযোগ কাজে লাগিয়ে ভোটে জিতে যাবে'। 'আমাকে জেলে ভরার পরিকল্পনা করেছে'। 'শুধু আমাকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরার পরিকল্পনা করেছে'। 'মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরতে পারলে পশ্চিমবঙ্গে বিজেপির পথ পরিষ্কার হয়ে যাবে' ।'তেজস্বী যাদবকেও জেলে ভরার পরিকল্পনা করে রেখেছে'। 'তেজস্বীকে জেলে ঢোকাতে পারলে বিহারেও বেরিয়ে যাবে'। 'হেমন্ত সোরেনকে জেলে ভরতে পারলে ওখানেও বেরিয়ে যাবে ভাবছে বিজেপি'। মোদি সরকারকে নিশানা করে মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। ABP Ananda Live