এক্সপ্লোর
Advertisement
রোজভ্যালিকাণ্ডে ইডি-অভিযান, অদ্রিজা জুয়েলারি থেকে প্রায় ৮০ লক্ষ টাকার অলঙ্কার নেন গৌতম কুণ্ডুর স্ত্রী, দাবি ইডির
রোজভ্যালিকাণ্ডে ফের কলকাতায় ইডি-র অভিযান। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাট ও রোজভ্যালির প্রাক্তন আধিকারিক রূপল কবিরাজ ও তাঁর আত্মীয়দের বাড়িতে অভিযান ইডি অফিসারদের। কলকাতা, নিউটাউন ও রাজারহাটের বিভিন্ন জায়গায় অভিযান চালান ইডি-র ২৫ জনের দল। সাউথ সিটি মলে শুভ্রা কুণ্ডুর অনুপস্থিতিতেই চলে তল্লাশি। ইডি সূত্রে খবর, শুভ্রার নামে ২টি প্যান কার্ড ও একাধিক পাসপোর্ট রয়েছে। ইডি-র দাবি, রোজভ্যালির গয়না বিপণি অদ্রিজা জুয়েলারি থেকে প্রায় ৮০ লক্ষ টাকার অলঙ্কার নেন শুভ্রা। ওই গয়না কাকে, কোথায় দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, রোজভ্যালি সংস্থার প্রাক্তন আধিকারিক রূপল কবিরাজের বাড়িতেও ইডি-র অভিযান। ইডি সূত্রে খবর, জেরায় গৌতম কুণ্ডু দাবি করেন, রূপল সিবিআইয়ের সঙ্গে সমঝোতা করিয়ে দেওয়া কথা বলে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর নাম করে রোজভ্যালি থেকে ২ কোটি টাকা নেন। ইডি-র দাবি, ওই সময় রূপলের নামে প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। রোজভ্যালির টাকায় ওই সমস্ত সম্পত্তি কেনা হয়েছিল কিনা, তা জানতেই ইডির তল্লাশি অভিযান।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement