DA News: এখনও মেলেনি বকেয়া DA, ২১ জুলাই শহিদ মিনারে কর্মসূচির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের
ABP Ananda LIVE: এখনও মেলেনি বকেয়া DA, জোড়া কর্মসূচি ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের। ২১ জুলাই শহিদ মিনারে কর্মসূচির ডাক যৌথ মঞ্চের । ২১ জুলাই 'মেধার শহিদ দিবস' পালনের ডাক । যাঁরা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বলি, তাঁরা সবাই যোগ দিন, আহ্বান যৌথ মঞ্চের ২৮ জুলাই নবান্ন চলোর ডাক সংগ্রামী যৌথ মঞ্চের।
নির্যাতনের ভিডিও মিলল ধৃত একজনের মোবাইল থেকে, পুলিশ সূত্রে খবর
ল'কলেজে 'গণধর্ষণ', মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর । ধৃত একজনের মোবাইলে মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর । নির্যাতনের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ কলেজ ছাত্রীর । ল'কলেজে 'গণধর্ষণ', সাড়ে ৭ ঘণ্টার CCTV ফুটেজ উদ্ধার । ঘটনার দিন দুপুর ৩.৩০ থেকে রাত ১০.৫০ পর্যন্ত CCTV ফুটেজ উদ্ধার । অভিযোগকারিণীর বক্তব্যের সঙ্গে ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ।

















