DA Case : '৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%', DA মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের
ABP Ananda Live : '৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%'। '২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%'। 'বকেয়া DA-র জন্য সরকারি কর্মীদের অন্ততকাল অপেক্ষায় রাখা যাবে না'। DA মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ অগাস্ট পরবর্তী শুনানি।
নলবনে যুবকের গলাকাটা দেহ উদ্ধার !
নলবনে যুবকের গলাকাটা দেহ! লেদার কমপ্লেক্স থানার নলবনে গলাকাটা দেহ! আনন্দপুরের বাসিন্দা রাজা মণ্ডল নামে যুবকের দেহ উদ্ধার
সম্পর্কের টানাপোড়েনেই খুন বলে সন্দেহ পুলিশের। গলার নলি কেটে খুন, একাধিক ধারালো অস্ত্রের আঘাত। পিকনিক করার জন্য ডেকে মদের আসরে খুন, সন্দেহ পুলিশের। লেদার কমপ্লেক্সের কাঁটাতলার ১ বাসিন্দার খোঁজে পুলিশ।
ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশী
ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশী। গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সাহাদাত হোসেনকে। আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।

















