IND Vs Pakistan: জ্য়োতি মালহোত্রা-ছাড়াও গ্রেফতার আরও বেশ কয়েকজন, নানা কোণে ছড়িয়ে অনেক পাক-চর!
ABP Ananda Live: জ্য়োতি মালহোত্রা-ছাড়াও আরও বেশ কয়েকজনকে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গোয়েন্দারা মনে করছেন, এটা হিমশৈলের চূড়ামাত্র। দেশের নানা কোণে ছড়িয়ে আছে এরকম অনেক পাক-চর!
ইউসুফ পাঠান আউট, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ইন। বিশ্ববজুড়ে সন্ত্রাসবাদ-বিরোধী প্রচারের জন্য়, যে টিম তৈরি করা হয়েছিল, তাতে ইউসুফ পাঠানের নামে শুরুতেই আপত্তি তুলেছিল তৃণমূল শীর্ষনেতৃত্ব। গতকালই এ নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, তারপরই কিরেণ রিজিজু ফোন করেন তৃণমূলনেত্রীকে। সূত্রের দাবি, তিনি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম প্রস্তাব করেন। তারপরই জানা গেল, সর্বদলীয় টিমে তৃণমূলের প্রতিনিধি হিসেবে থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আর এ প্রসঙ্গেই বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলছেন, মোদি ছাড়া গতি নেই, এটা তো বুঝতেই পারছেন মমতা ব্য়ানার্জি ও অভিষেক ব্য়ানার্জি। এই টিমে যাক, বিদেশ ভ্রমণ করুক, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কেস চলছে, সেটা থেকে বাঁচবে না। সে যতই ওঁর নাম প্রস্তাব করুক। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না।



















