IND Vs Pakistan: কাশ্মীরে জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি সেনা, আধাসেনা, পুলিশের
ABP Ananda Live: পহেলগাঁওয়ে হিন্দু নিধন, পাকিস্তানকে প্রত্যাঘাতের পরও অ্যাকশনে বাহিনী। কাশ্মীরে জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি সেনা, আধাসেনা, পুলিশের। গতকাল সোপিয়ানে অপারেশন কেল্লারে লস্কর ও তার শাখা সংগঠনের ৩ জঙ্গির মৃত্যু। সোপিয়ানে মৃত ৩ জঙ্গিই কাশ্মীরের বাসিন্দা। নিহত সাহিদ কুট্টে লস্করের ছায়া সংগঠন TRF-এর অপারেশনাল কমান্ডার ২ বছর আগে জঙ্গি সংগঠনে নাম লেখায় সাহিদ কুট্টে। নিহত আদনান সফিও সক্রিয় লস্কর সদস্য, সোপিয়ানেরই বাসিন্দা। ৬ মাস আগে জঙ্গি সংগঠনে যোগ দেয় বছর আঠেরোর আদনান সফি। কয়েকদিন আগে ১৪ জন জঙ্গির তালিকা প্রকাশ করেছিল পুলিশ । ১৪ জনের তালিকায় নাম ছিল মৃত ৩ জঙ্গির। বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল সাহিদ কুট্টে ও আদনানের বাড়ি।
হেলগাঁওয়ে হিন্দু নিধন, পাকিস্তানকে প্রত্যাঘাতের পরও অ্যাকশনে বাহিনী
পহেলগাঁওয়ে হিন্দু নিধন, পাকিস্তানকে প্রত্যাঘাতের পরও অ্যাকশনে বাহিনী। কাশ্মীরে জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি সেনা, আধাসেনা, পুলিশের

















