INDIA Alliance: সামনেই দিল্লির বিধানসভা ভোট, তার আগে ফাটল চওড়া হচ্ছে ইন্ডিয়া জোটে
ABP Ananda Live: লোকসভা ভোটের বছর ঘোরার আগেই ফাটল আরও চওড়া হল INDIA জোটে। কংগ্রেসকে INDIA জোট থেকে বাদ দেওয়ার দাবি তুলল আম আদমি পার্টি। বুধবারই অরবিন্দ কেজরিওয়ালকে জালিয়াত, দেশদ্রোহী বলে আক্রমণ করেন কংগ্রেস নেতা অজয় মাকেন। এই প্রেক্ষিতে অজয় মাকেনের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার জন্য়, কংগ্রেসকে ২৪ ঘণ্টার টাইমলাইন বেঁধে দিয়েছে কেজরিওয়ালের দল। সেই সঙ্গে কংগ্রেসকে বিরোধী জোট থেকে বাদ দেওয়ার ডাক দিয়েছে তারা।
আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের ডিএনএ নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে? সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টকে হাতিয়ার করে এই প্রশ্নই তুলছেন চিকিৎসকদের একাংশ। সূত্রের খবর, ইতিমধ্যেই এই DNA প্রোফাইলিং রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই। ব্যবসায়ী ছদ্মবেশে নেপালে ছিল জাভেদ, যুক্ত ছিল অস্ত্রপাচারে। ভারতে নাশকতার জন্য জঙ্গিদের পাঠাত অস্ত্র। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি নিয়ে তদন্তে চাঞ্চল্যকর তথ্য।