Kashmir News: পহলগাঁওয়ে হামলায় অভিযুক্ত জঙ্গির বাড়িতে বিস্ফোরণ
ABP Ananda Live: পহেলগাঁও সন্ত্রাসে অভিযুক্ত জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। পুলওয়ামার অবন্তীপুরায় জঙ্গি আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ। বাড়িতে মজুত বিস্ফোরক। খবর পুলিশ সূত্রে। জঙ্গিদের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে বাঁচাতে চেয়েছিলেন হিন্দু পর্যটকদের। কাফের আখ্য়া দিয়ে জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা করে দেয় মুসলিম সহিস, সৈয়দ আদিল হুসেনকেও। এরইমধ্য়ে কাশ্মীরে জঙ্গিদের খুঁজে বের করে, নিকেশ করার অভিযানে নেমে উধমপুরে শহিদ হলেন স্পেশাল ফোর্সের কমান্ডো ঝণ্টু আলি শেখ। নদিয়ার তেহট্টে কান্নার রোল। ঋন্টু আলি শেখের অপরাধ তিনি ভারতমাতার বীর সন্তান, দেশকে রক্ষা করছিলেন, তাই মুসলিম হওয়া সত্ত্বেও তাঁকে ঝাঁঝরা করে দিল জঙ্গিরা! আর আদিলের অপরাধ ছিল তিনি মুসলিম হয়েও হিনদু পর্যটকদের বাঁচানোর চেষ্টা করেছিলেন! একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন! তাই জঙ্গিদের কাছে তিনি হয়ে গেলেন কাফের, বিধর্মী! .

















