এসএসকেএম হাসপাতাল মামারবাড়ি নয়, আক্রমণ কুণালের, শোভনকে 'গ্ল্যাক্সো বেবি' বলে কটাক্ষ
নারদকাণ্ডে চার হেভিওয়েট নেতাকেই গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু ফিরহাদ হাকিম (Firhad Hakim) বাকি তিনজনই রয়েছেন এসএসকেএম (SSKM) হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। এবার এই প্রেক্ষাপটে মারত্মক অভিযোগ তুললেন ধৃত শোভন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। শনিবার বিকেলে তিনি অভিযোগ করেন এসএসকেএম-এ জোর করে আটকে রাখা হয়েছে কলকাতার প্রাক্তন মেয়রকে।
দিনভর নাটকের পর অবশেষে গোলপার্কের বাড়িতে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। হাইকোর্টের পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত থাকতে হবে গৃহবন্দি। এর আগে শোভনকে SSKM-এ জোর করে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তোলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নাটক চলছে বলে পাল্টা কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। হাসপাতাল থেকেই পাল্টা জবাব দেন শোভন।
![Abhishek on Fake Voter : অনলাইনে ভুয়ো ভোটার নথিভুক্তকরণ বাড়াচ্ছে উদ্বেগ। '২৬-এর ভোটের আগে সরব অভিষেক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/24d62736aac84474b84f13a9b876b0e01739455402457535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)