Narendra Modi: লোকসভা ভোটের জয়ের পর বারাণসীতে মোদি, দশাশ্বমেধ ঘাটে 'শঙ্খনাদ'
ABP Ananda LIVE: লোকসভা ভোটের জয়ের পর বারাণসীতে মোদি, দশাশ্বমেধ ঘাটে 'শঙ্খনাদ' শুনে উদ্বেলিত প্রধানমন্ত্রী ।
রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা। 'ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসকদল বসেছিল বলে?' প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি, মন্তব্য বিচারপতির। '১৩ জুন করা আবেদন পুলিশ খারিজ করে দেয়।' 'শর্তসাপেক্ষে ওয়াই চ্যানেলে ধর্নায় বসার প্রস্তাব দেয় পুলিশ'। 'প্রশাসনিক কারণ দেখিয়ে বিকল্প ধর্নাস্থল ঠিক করতে বলা হয়'। এক্স হ্যান্ডলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূলের রাজভবনের সামনে ধর্নার প্রসঙ্গ টেনে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ।
রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা। 'ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসকদল বসেছিল বলে?' প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি, মন্তব্য বিচারপতির। '১৩ জুন করা আবেদন পুলিশ খারিজ করে দেয়।' 'শর্তসাপেক্ষে ওয়াই চ্যানেলে ধর্নায় বসার প্রস্তাব দেয় পুলিশ'। 'প্রশাসনিক কারণ দেখিয়ে বিকল্প ধর্নাস্থল ঠিক করতে বলা হয়'। এক্স হ্যান্ডলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূলের রাজভবনের সামনে ধর্নার প্রসঙ্গ টেনে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ।