এক্সপ্লোর
অভিষেকের থেকেই অমিতাভের করোনা? আক্রান্ত ঐশ্বর্য ও আরাধ্যা
অমিতাভ-অভিষেকের পর নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত ঐশ্বর্য ও আরাধ্যা বচ্চনও। চারজনেরই কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ। জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ। অমিতাভর বাংলোর বাইরে কনটেনমেন্ট জোনের নোটিস বৃহন্মুম্বই পুরসভার। নানাবতী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন ৭৭ বছর বয়সী অভিনেতা। হাসপাতাল সূত্রে খবর, অমিতাভ-অভিষেক - দু’জনেরই সংক্রমণ মৃদু।
আরও দেখুন

















