এক্সপ্লোর
"বিদ্রুপ, হেনস্থার শিকার হয়ে অভিষেক যদি আত্মহত্যা করতেন, তাহলেও একই কথা বলতেন?!" জয়াকে কড়া আক্রমণ কঙ্গনার
মাদক-যোগ কাণ্ডে এবার জয়া বচ্চনকে আক্রমণ কঙ্গনার। টুইটে কঙ্গনা লেখেন, "জয়াজী, আমার বদলে যদি আপনার মেয়ে শ্বেতাকে কিশোরী বয়েসে মাদক খাইয়ে যৌন নির্যাতন করা হতো, তাহলেও কি আপনি একই কথা বলতেন। বারবার বিদ্রুপ, হেনস্থার শিকার হয়ে অভিষেক যদি আত্মহত্যা করতেন, তাহলেও কি আপনি একই কথা বলতেন? হাতজোড় করে অনুরোধ করছি, আমাদের প্রতি সহমর্মিতা দেখান।"
আরও দেখুন

















