এক্সপ্লোর
চার্টার্ড ফ্লাইট বুক করে গোয়া থেকে মুম্বই আসছেন দীপিকা, কালই এনসিবি দফতরে হাজিরা
কাল ড্রাগ তদন্তে এনসিবি-র সামনে হাজিরা দীপিকার। গোয়া থেকে ফেরার তোড়জোড় দীপিকা পাড়ুকোনের। গোয়া থেকে মুম্বই আসতে বুক করেছেন চার্টার্ড ফ্লাইট। বেলা ১২ নাগাদ বেরোতে পারেন দীপিকা। দুপুর ১.৩০ নাগাদ পৌঁছতে পারেন মুম্বই। ড্রাগ তদন্তে এনসিবির সামনে রকুলপ্রীতের হাজিরায় সংশয়। সমন পাঠানো হয়েছে সারা আলি, শ্রদ্ধা কপূরকেও। শনিবার হাজিরা দিতে পারেন দুই অভিনেত্রী, খবর এনসিবি সূত্র মারফত।
আরও দেখুন

















