এক্সপ্লোর
'ভারতীয় ভূখণ্ড দখলের কথা গোপন রাখা জাতীয়তাবিরোধী আচরণ’, লাদাখ ইস্যুতে কেন্দ্রকে তোপ রাহুলের, 'মিথ্যা কথার উত্তর দেব না', পাল্টা বিজেপি
ফের চিনা আগ্রাসন নিয়ে কেন্দ্রকে আক্রমণ রাহুল গাঁধীর। ট্যুইটারে তিনি লেখেন, “চিনা সেনারা ভারতীয় ভূখণ্ড দখল করেছে। এই সত্য গোপন করা এবং ভারতীয় ভূখণ্ড বেদখল হতে দেওয়া, দুটোই জাতীয়তাবিরোধী। “মিথ্যে বলার অভ্যেস হয়ে গেছে, ওই কথার কী উত্তর দেব!”, পাল্টা বিজেপির।
আরও দেখুন

















