Plane Crash: বিজয় রূপানী সহ মৃতদের ছবি হোডিংয়ে লাগিয়ে শ্রদ্ধাজ্ঞাপন আমদাবাদ শহর জুড়ে
ABP Ananda LIVE : ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ আমদাবাদ শহর। আমদাবাদে মৃত্যু মিছিল,শহর জুড়ে হোডিং লাগিয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। এখনও চলছে DNA শনাক্তকরণের কাজ এখনও চলছে । এরই মাঝে আজ গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর শেষকৃত্য সম্পন্ন হবে , গুজরাতের রাজকোটে ।
অনিকেত মাহাতোর মামলায় রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
আর জি কর আন্দোলনের ৩ চিকিৎসকের পোস্টিং মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের। ৩ চিকিৎসককে পোস্টিংয়ের সিদ্ধান্ত বা পদ্ধতির ন্যায্যতা প্রমাণ করবেন কীভাবে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর।
'আমার বিরুদ্ধে যেন কোনও শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়। আর মামলা চলাকালীন যেন আর.জি কর হাসপাতালেই কাজ করতে দেওয়া হয়', সওয়াল চিকিৎসক অনিকেত মাহাতোর আইনজীবীর। পোস্টিং কি মেধা ভিত্তিক হয়? নাকি যাকে যেখানে পছন্দ সেখানে পাঠিয়ে দেওয়া হয়? প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। 'আদালত আশা করে আগামী সোমবার পর্যন্ত অনিকেত মাহাতোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে না রাজ্য', মৌখিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

















