Rahat Fateh Ali Khan: 'গ্রেফতারির খবর ভিত্তিহীন', জানালেন গায়ক রাহাত ফতে আলি খান।
ABP Ananda Live: 'গ্রেফতারির খবর ভিত্তিহীন', জানালেন গায়ক রাহাত ফতে আলি খান। ম্যানেজারের করা মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে প্রখ্যাত গায়ককে, তেমনই খবর পাওয়া গিয়েছিল। ভয়াবহ ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম (kapilmuni ashram)। জটিল আবহাওয়া ও সমুদ্রপাড় ভাঙনের কারণে প্রাচীন এই তীর্থক্ষেত্রের স্থায়িত্ব নিয়েই তৈরি হয়েছে সংশয় (South 24 Parganas)। ১-৫ নম্বর পর্যন্ত গঙ্গাসাগরের স্নানঘাটের রাস্তা গতকাল জলোচ্ছ্বাসে (High Tide in Gangasagar) তলিয়ে গিয়েছে। সিভিল ডিফেন্সের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। পুলিশ-প্রশাসনের তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চলছে। নিম্নচাপ ও কটালের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ায় জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে গাছ, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। সমুদ্র পাড়ের অসংখ্য অস্থায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা।