Rajnath Singh: আমরা তাদেরই মেরেছি, যারা নির্দোষদের হত্যা করেছে: রাজনাথ সিংহ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'কোনও নাগরিকের বাড়িতে হামলা হয়নি'। 'সতর্কতা, মানবিকতার পরিচয় দিয়েছে ভারতীয় সেনা' । 'কাল রাতে ভারতীয় সেনা ইতিহাস তৈরি করল' । 'ভারতীয় সেনা দেশের মাথা উঁচু করেছে' । 'পাকিস্তানকে কড়া জবাব ভারতের' । 'মানবিকতার সঙ্গে কাজ করেছে ভারতীয় সেনা' । 'নিরীহদের যারা হত্যা করেছে, তাদের ওপরই হামলা হয়েছে' । 'প্রত্যাঘাতের অধিকার থেকেই জবাব ভারতের' । 'যা লক্ষ্য ছিল তা পূরণ করেছে ভারত'
'আমরা হনুমানজীর আদেশ পালন করেছি'। 'ভারতীয় সেনা হনুমানজীর মতো হামলা করেছে' । 'ভারতীয় সেনার প্রতি গোটা দেশ কৃতজ্ঞ'
'আমরা তাদেরই মেরেছি, যারা নির্দোষদের হত্যা করেছে',মন্তব্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের
আরও খবর...
'সবার জন্য গর্বের দিন', পহেলগাঁও-প্রত্যাঘাত নিয়ে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মোদির। প্রত্যাঘাতের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে মন্ত্রিসভার সামনে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর। এয়ারস্ট্রাইকের জন্য বাহিনীর প্রশংসায় গোটা মন্ত্রিসভা। রাষ্ট্রপতিভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর। কাল সকাল ১১টায় সর্বদল বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার
'কোনও নাগরিকের বাড়িতে হামলা হয়নি। সতর্কতা, মানবিকতার পরিচয় দিয়েছে ভারতীয় সেনা। কাল রাতে ভারতীয় সেনা ইতিহাস তৈরি করল। ভারতীয় সেনা দেশের মাথা উঁচু করেছে। পাকিস্তানকে কড়া জবাব ভারতের', মন্তব্য রাজনাথ সিংহের



















