Saif Ali Khan: আক্রান্ত সেফ আলি খান, এখন কেমন আছেন তিনি? ABP Ananda Live
ABP Ananda Live: হামলায় আহত সেফ আলি খানকে এখনও পর্যবেক্ষণে। নজর রাখছেন চিকিৎসকরা। ছেলেকে দেখতে হাসপাতালে পৌঁছলেন শর্মিলা ঠাকুর। এলেন করিনা কপূরও। 'ভালো আছেন সেফ আলি খান'। 'ICU থেকে বিশেষ কেবিনে সেফকে স্থানান্তরিত করা হয়েছে'। 'আঘাতের কারণে সপ্তাহখানেক তিনি চলাফেরা করতে পারবেন না'। 'দ্রুত সুস্থ হচ্ছেন সেফ'। 'হাঁটানো হয়েছে সেফ আলি খানকে'। 'রিলের মতো রিয়েলেও হিরো সেফ আলি খান'। 'সপ্তাহখানেকের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া হবে সেফকে'। 'হামলার পরে সেফ যখন হাসপাতালে আসেন, তখন তিনি শকড অবস্থায় ছিলেন'।
বহুতল বিপর্যয়ে তোলপাড়ের মধ্যেই এবার শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ
১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িই অবৈধ। সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বাড়ির একটি ফ্লোর অবৈধ, দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। আগে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েও পরে বৈধ বলে ঘোষণা পুরসভার। এমনই গুরুতর অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।
সজল ঘোষের অভিযোগ, অনন্যা বন্দ্যোপাধ্যায় দু'তলা একটি বাড়ি কিনেছিলেন। কোনও বৈধ কাগজপত্র ছিল না। পরবর্তীতে পাঁচতলা হয়ে যায় সেই বাড়ি। সম্ভবত চারতলা অবধি বাড়ি করার অনুমতি ছিল। এরপর বাড়ির পিছনের জমি অনন্যা কিনে নেন বলে অভিযোগ সজল ঘোষের।


















