এক্সপ্লোর
Advertisement
আকাঙ্ক্ষা হত্যা: 'কোনও আফশোস নেই' যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের পর প্রতিক্রিয়া উদয়ন দাসের
মধ্যপ্রদেশের ভোপালে আকাঙ্ক্ষা শর্মা খুনের ঘটনায় প্রেমিক উদয়ন দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বাঁকুড়া আদালতের। কোনও আফশোস নেই প্রয়োজনে উচ্চ আদালতে যাব, নৃশংস খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের পর প্রতিক্রিয়া উদয়নের। ২০১৭-র ২ ফেব্রুয়ারি ভোপালের গোবিন্দপুরা থানার সাকেতনগরে উদয়নের বাড়ি থেকে উদ্ধার হয় বাঁকুড়ার বাসিন্দা আকাঙ্ক্ষা শর্মার দেহাবশেষ। পুলিশ জানায়, ২০১৬-র ২৭ ডিসেম্বর রাতে খুন হন আকাঙ্ক্ষা । বচসার জেরে তাঁকে গলা টিপে খুন করে প্রেমিক উদয়ন দাস। মৃতদেহ রাখা হয় লোহার বাক্সে। পরে এর উপর কংক্রিটের গাঁথনি তুলে দেয় উদয়ন। জেরায় পুলিশ জানতে পারে, প্রেমিকাকে খুনের আগে নিজের বাবা ও মাকেও খুন করে বাড়ির বাগানে পুঁতে দেয় ওই যুবক। ২০১৭-র ২ ফেব্রুয়ারি ভোপাল থেকে গ্রেফতার হয় উদয়ন। ৭ ফেব্রুয়ারি তাকে বাঁকুড়া আদালতে তোলা হয়। সেই থেকে জেলেই ছিল তিনটি খুনে অভিযুক্ত উদয়ন। ৩০ এপ্রিল চার্জশিট পেশ করে পুলিশ। গতকাল উদয়নকে দোষী সাব্যস্ত করে বাঁকুড়া আদালত। আজ উদয়নকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা, অনাদায়ে দু’ বছরের জেল।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement