এক্সপ্লোর
Advertisement
ফটাফট: করোনা আক্রান্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস, রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ৪ হাজার পার
আজ দশমী। উমা বিদায়ের পালা। তার আগে মহানবমী তিথিতে হল পুজো। বনেদি বাড়িতে প্রথা মেনে হোম, আরতি, বিশেষ পুজো। দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। ‘মোদির মন কী বাত’-এ দুর্গাপুজোর ভিড়ের কথা। সংযত থাকায় নেই চেনা ছবি। উৎসবের মরসুমে সচেতন থাকার আহ্বান। সংযমেই করোনা জয়, বার্তা প্রধানমন্ত্রীর। ফের একবার লোকাল ফর ভোকালের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর। পার্ক সার্কাস ময়দানে হল কুমারী পুজো। মুম্বইয়ের শিবাজি পার্কে রীতি মেনে নবমীর দিন হল কুমারী পুজো। শারদোৎসবে মাতোয়ারা প্রবাসী বাঙালিরা। বাঙালির প্রাণের উৎসবকে এবার অন্য মাত্রা দিয়েছে দমদম তরুণ দল। সামগ্রিকতায় সেরা সুরুচি সঙ্ঘ, স্থাপত্যকল্পে সেরা আহিরীটোলা সর্বজনীন, সেরা প্রতিমা বেহালা ক্লাবের। মণ্ডপ সজ্জায় চন্দননগরের আলোকসজ্জা, পরম্পরায় সেরা কলেজ স্কোয়ার। বিষয় ভাবনার বৈচিত্রে সেরা তিন। সমাজভাবনায় সেরা দমদম তরুণ দল। মাতৃভাবনায় সেরা ভবানীপুর ৭৫ পল্লি এবং শিল্পবোধে সেরা অরবিন্দ সেতু সর্বজনীন। রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ফের ৪ হাজার পার। একদিনে আক্রান্ত ৪ হাজার ১২৭ জন। মৃত ৬০, বাড়ল সুস্থতার হার। সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা। করোনা আক্রান্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। মস্তিস্কের স্নায়বিক অবস্থার অবনতি।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement