এক্সপ্লোর
একটি চ্যাট প্রকাশ্যে এনে ‘সিআইডি চক্রান্ত করছে’ দাবি অর্জুন সিংহের! কী আছে সেই চ্যাটে?
বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যাকাণ্ডে তাঁকে ফাঁসাতে চাইছে সিআইডি, বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ অর্জুন সিংহের। তিনি ফের একবার বলেন, মণীশ শুক্ল খুনের ঘটনা পুলিশ ও তৃণমূলের যৌথ ‘অপারেশন’। পাশাপাশি তাঁর দাবি, মণীশ খুনে আমাকে ফাঁসানোর ছক করা হচ্ছে। সিআইডি-র তরফে চক্রান্ত চলছে। পাশাপাশি তিনি একটি চ্যাট প্রকাশ্যে এনেছেন এবং তা দেখিয়েই দাবি করেছেন সিআইডি-র চক্রান্তের।
আরও দেখুন

















