এক্সপ্লোর
Advertisement
West Bengal Election 2021: রাজ্যের আপত্তি অগ্রাহ্য, তিন আইপিএসকে ডেপুটেশনে পাঠাল কেন্দ্র
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আপত্তি মানল না নরেন্দ্র মোদির সরকার। পূর্ব ঘোষণা মতোই রাজ্যের তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁদের নতুন পোস্টিং দিল কেন্দ্র। প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠীকে, ৫ বছরের জন্য পাঠানো হচ্ছে সশস্ত্র সীমা বল বা এসএসবি-তে। আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রকে, ৫ বছরের জন্য ইন্দো টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি-তে পাঠানো হচ্ছে। ডায়মন্ডহারবার পুলিশ জেলার এসপি ভোলানাথ পাণ্ডেকে, ৩ বছরের জন্য পাঠানো হচ্ছে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট বিভাগে। ঠিক এক সপ্তাহ আগে, গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে জে পি নাড্ডার কনভয়ে হামলা হয়। ওই দিন, বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই তিন আইপিএস অফিসার। যা নিয়ে চরমে পৌঁছয় কেন্দ্র-রাজ্য সংঘাত। রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার, আইপিএস-দের উপর এক্তিয়ার কার বেশি, এই নিয়ে শুরু হয় বিতর্ক। তবে অধিকাংশ আইন বিশেষজ্ঞদের মত, আইপিএস (ক্যাডার) আইনের ৬-এর ১ নম্বর ধারায় বলা হয়েছে, সর্বভারতীয় ক্যাডারের অফিসারদের নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে মতানৈক্য থাকলে কেন্দ্রের ইচ্ছা বা সিদ্ধান্তই অগ্রাধিকার পায়। এক্ষেত্রেও তাই হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Tags :
Ministry Of Home Afairs IPS Officers West Bengal Police WB Polls 2021 With ABP Ananda WB Elections 2021 TMC BJP WB Elections West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda Congress WB Election 2021 WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Mamata Banerjee Bengal Election 2021 Bengal Electionsআরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement