COVID Update: কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পর ৮৪ দিন না হলে দ্বিতীয় ডোজের জন্য কোউইনে করা যাবে না নাম নথিভুক্ত, নির্দেশ কেন্দ্রের
সংক্রমণ শৃঙ্খল ভাঙতে রবিবার থেকেই রাজ্যজুড়ে কার্যত লকডাউন শুরু হয়েছে। আর এদিনই করোনায় (Corona) দৈনিক মৃত্যুতে ফের রেকর্ড হল রাজ্যে। স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ১৪৭ জন, সংক্রমিত ১৯ হাজার ১১৭ জন। তিনদিন আগে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের সময়ের ব্যবধান ৬ থেকে ৮ সপ্তাহকে বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করে কেন্দ্র। এই প্রেক্ষাপটে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিয়ে রবিবার রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। বলা হয়েছে, কোভিশিল্ডের (Covishield) প্রথম ডোজ নেওয়ার পর ৮৪ দিন না হলে, দ্বিতীয় ডোজের জন্য কোউইনে (CoWIN) করা যাবে না নাম নথিভুক্ত। বাতিল নয় আগে নথিভুক্ত নাম, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের।






















