এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Santanu Sen Fraud Case: প্রতারণার শিকার তৃণমূল সাংসদ শান্তনু সেন, গ্রেফতার ১
ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো আইপিএসের পর এবার ভুয়ো এনফোর্সমেন্ট ডিরেক্টর অফিসার। এবার ভুয়ো ইডি অফিসারের প্রতারণার শিকার হলেন শান্তনু সেন। তৃণমূল সাংসদ শান্তনু সেন লালবাজারে এই ব্যাপারে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ। জানা গিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসার পরিচয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে প্রতারণার চেষ্টা করছেন এক ব্যক্তি। তৃণমূল সাংসদ যে অভিযোগ করেছেন তাতে জানিয়েছেন, এক ব্যক্তি তাঁকে ফোন করছেন। নিজেকে নাকি ইডি অফিসার বলে পরিচয়ও দিয়েছেন সেই ব্যক্তি।
শুধু ইডি অফিসার বলে পরিচয় দেওয়াই নয়। এই ইস্যুতে টাকাও চেয়েছেন শান্তনু সেনের কাছে সেই ব্যক্তি। ইডি সংক্রান্ত বিভিন্ন কাজে শান্তনুবাবুকে সাহায্য করবেন বলেও জানিয়েছেন সেই অভিযুক্ত ব্যক্তি। এরপর শান্তনু সেন বিষয়টি লালবাজারে জানান। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। লালবাজারের গুন্ডা দমন শাখা অভিযুক্তকে গ্রেফতার করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এমনকী আর কোথাও কোনও জাল অভিযুক্ত ব্যক্তি ফেঁদেছেন কিনা তাও দেখছে লালবাজারের গুন্ডা দমন শাখা।
এর আগে শহরের বুকে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। কসবা ভ্যাকসিনকাণ্ডে ভুয়ো আইএস দেবাঞ্জন দেবের গ্রেফতারির পরে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। এছাড়া ভুয়ো সিবিআই অফিসার শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের কীর্তিও সর্বসমক্ষে এসেছে। জোড়াবাগান এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো গাড়ি। এমনকী শহরের বুকে ভুয়ো ডিএসপি পরিচয়ে হোম গার্ডে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছিল। চাঁদনি চকের একটি হোটেল থেকে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার হয়েছিল ৪ জন। ধৃতদের মধ্যে একজন কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী। প্রথমে, নিজেকে ডিএসপি বলে দাবি। তারপর হোম গার্ডে চাকরি দেওয়ার টোপ। হোটেলে ডেকে এনে রীতিমতো ইন্টারভিউ নেওয়া। তারপর চাকরিপ্রার্থীদের আস্থা অর্জন করতে, জাল নিয়োগপত্র, খাকি টুপি-বেল্ট দেওয়া। আর এভাবেই ৩৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল সেই ৪ জনের বিরুদ্ধে।
রাজ্য
'দেব দায়িত্বশীল ছেলে, ও সামলে নেবে', ঘাটালের ঘটনায় বললেন কুণাল
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement