Supreme Court : SIR মামলার পর্যবেক্ষণে রাজ্যের আইনজীবীকে কী জানাল সুপ্রিম কোর্ট ?
ABP Ananda LIVE : SIR মামলার পর্যবেক্ষণে রাজ্যের আইনজীবীকে কী জানাল সুপ্রিম কোর্ট ? 'ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ক্ষমতা আছে কমিশনের'।'কিন্তু দেখতে হবে, তার সঠিক ব্যবহার হচ্ছে কিনা'।SIR নিয়ে মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 'ডিসেম্বরের মধ্যেই বাংলায় শুরু হতে পারে SIR'।'আমরা জানি ডিসেম্বরের মধ্যেই বাংলায় SIR শুরু হবে''বিহারের মতো বাংলাতেও যেন কোনও তাড়াহুড়ো না হয়'।'তাড়াহুড়ো না করে অন্তত ৬ মাস সময় দেওয়া উচিত''আগামী বছর বাংলায় ভোট, আমরা বলছি না যে করবেন না'।'আমরা বলছি না যে করবেন না, কিন্তু যথেষ্ট সময় দেওয়া হোক'।SIR-মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির ।'পশ্চিমবঙ্গেও SIR হবে, ৩দিন আগেই নোটিস দিয়েছে নির্বাচন কমিশন'।SIR মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্য সরকারের আইনজীবীর ।এখনই বাংলায় কিছু হচ্ছে না, পর্যবেক্ষণে জানাল সুপ্রিম কোর্ট ।'রাজ্যের সঙ্গে আলোচনা না করেই SIR চালু করতে চলেছে কমিশন'।সুপ্রিম কোর্টে অভিযোগ রাজ্য সরকারের আইনজীবীর।

















