Assam Terrorist Arrest: ধুবুড়িতে অসম STF-এর অভিযানে ধৃত সন্দেহভাজন জঙ্গি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অসমে জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও ১ । ধুবুড়িতে অসম STF-এর অভিযানে ধৃত সন্দেহভাজন জঙ্গি । ধৃত জাহের আলি আনসারুল্লা বাংলা টিমের সদস্য বলে সন্দেহ গোয়েন্দাদের । এর আগে ধৃত জঙ্গিদের জেরা করে জাহের আলির খোঁজ
রাত পোহালেই যখন আর জি কর মামলায় সাজা ঘোষণা
পুলিশের তদন্তে আস্থা নেই বলে গোড়া থেকেই জানিয়ে আসছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-এর তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন। রাত পোহালেই যখন আর জি কর মামলায় সাজা ঘোষণা, তার আগে নির্যাতিতার মা-বাবা জানালেন, তাঁরা CBI তদন্ত চানইনি। বরং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়েছিলেন তাঁরা। পুলিশ এবং CBI-দু’পক্ষই তদন্তে গাফিলতি করেছে বলে দাবি তাঁদের। (RG Kar Case Verdict)
শনিবার শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবার আদালত তাকে সাজা শোনাবে। সর্বোচ্চ ফাঁসি অথবা সর্বনিম্ন যাবজ্জীবনের সাজা হবে তার। আর তার আগেই এবিপি আনন্দে মুখ খুললেন নির্যাতিতার মা-বাবা। জানালেন, সঞ্জয়ের সাজা হলেই হল না, তাঁদের লড়াই জারি থাকবে। CBI-এর সঙ্গে সরাসরি আর কোনও কথা বলবেন না, বরং আদালতের মাধ্যমে লড়াই চালিয়ে যাবেন। (RG Kar Victims Family)




















