Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দুর
রাজ্যে (West Bengal) চাকরি (Job), কর্মসংস্থান এবং কৃষি পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কর্মসংস্থান 'বিলোপ' এই দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করেন শুভেন্দু। তিনি বলেন, 'সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীরা কষ্টে রয়েছেন। চাষিরা দাম পাচ্ছেন না, ফড়েরা দালালি করছে।' মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজ্যকে নিশানা শুভেন্দুর।
এদিন শুভেন্দু বলেন, 'ভিলেজ পুলিশদের বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করেননি। ৬ লক্ষ পদের বিলোপ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী। ডেটা এন্ট্রি অপারেটররা কেন ১০ হাজার টাকা বেতনে কাজ করবেন? বাংলায় ২ কোটি বেকারের আর্তনাদ শোনা যাচ্ছে। রাস্তায় চাকরিপ্রার্থীরা বসে আছেন, আলোচনা করে সমাধান করা যাচ্ছে না? এই সরকার অমানবিক-দুর্নীতিগ্রস্ত সরকার'।
![Suvendu Adhikari: 'হিন্দু শব্দে আতঙ্কিত মুখ্যমন্ত্রী, মা সরস্বতীর নামে আতঙ্কিত', আক্রমণ শুভেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/0622b47302fbb5a20608aab3142407111739886977280968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)