এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
Tala tank update: টালা ট্যাঙ্কে পাইপ মেরামতির জেরে জল-দুর্ভোগের আশঙ্কা, যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে, জানালেন কাউন্সিলর
Tala Tank-এর পাইপ মেরামতি। আজ সকালের পর থেকে উত্তর ও মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার একাংশে বন্ধ পানীয় জল সরবরাহ। দুর্ভোগের আশঙ্কা শহরবাসীর। গত রবিবার টালার কাছে নীলমণি মিত্র রো-য়ে পানীয় জলের পাইপে ফাটল ধরা পড়ে। আজ থেকে শুরু হয়েছে ফাটল মেরামতির কাজ। চলবে আগামীকাল সকাল পর্যন্ত।
পুরসভা সূত্রে খবর, আজ সকালে জল সরবরাহ হলেও, দুপুর, বিকেল ও সন্ধেয় টালা ট্যাঙ্ক, জোড়াবাগান, মহম্মদ আলি পার্ক, বাগমারি, পার্ক সার্কাস, কসবা, নিউ পার্ক, চাউলপট্টি ছাড়াও সল্টলেক ও দক্ষিণ দমদম পুরসভা থেকে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল সকাল থেকে ফের পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে বলেই প্রত্যাশা।
এই নিয়ে স্থানীয় এলাকার কাউন্সিলর জানান, 'পানীয় জল স্টোর করে রাখতে হবে তখনই যখন জল বন্ধ হয়। কারণ আমরা গত এক বছরে যে পরিমান জল এখানে দিয়েছি তা বিগত ৪০ বছরে লোকে দেখেনি। যুদ্ধকালীন পরিস্থিতিতে যে কর্মকাণ্ড হয় সেইভাবে কাজ হচ্ছে।'
পুরসভা সূত্রে খবর, আজ সকালে জল সরবরাহ হলেও, দুপুর, বিকেল ও সন্ধেয় টালা ট্যাঙ্ক, জোড়াবাগান, মহম্মদ আলি পার্ক, বাগমারি, পার্ক সার্কাস, কসবা, নিউ পার্ক, চাউলপট্টি ছাড়াও সল্টলেক ও দক্ষিণ দমদম পুরসভা থেকে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল সকাল থেকে ফের পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে বলেই প্রত্যাশা।
এই নিয়ে স্থানীয় এলাকার কাউন্সিলর জানান, 'পানীয় জল স্টোর করে রাখতে হবে তখনই যখন জল বন্ধ হয়। কারণ আমরা গত এক বছরে যে পরিমান জল এখানে দিয়েছি তা বিগত ৪০ বছরে লোকে দেখেনি। যুদ্ধকালীন পরিস্থিতিতে যে কর্মকাণ্ড হয় সেইভাবে কাজ হচ্ছে।'
জেলার
এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে শান্তনু সেনকে সরাতে সক্রিয় হলেন সুদীপ্ত রায়
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফ্যাক্ট চেক
জেলার
খবর
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement