রুম হিটার ঘর গরম রাখে ঠিকই, কিন্তু এর বিপদও কিছু কম নয়।
ছবি- ফ্রিপিক


সারাক্ষণ রুম হিটার চালালে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।



ঘরে আর্দ্রতার অভাবের কারণে ত্বকে চুলকানি বা র‍্যাশও বেরোতে পারে।



যাদের অ্যাসথমার সমস্যা আছে, রুম হিটার তাদের বিপদ বাড়াতে পারে।



রুম হিটারের আশেপাশে দাহ্য পদার্থ কিছু রাখলে আগুন লাগার সম্ভাবনা থাকে।



সারা রাত রুম হিটার চালিয়ে রাখলে দুর্ঘটনা ঘটতে পারে।



যে রুম হিটার গ্যাস বা কেরোসিনে চলে, সেগুলিতে কার্বন মনোক্সাইড গ্যাস বেরোয়।



ঘরের মধ্যে এই গ্যাস জমতে থাকলে বিপদ বাড়তে পারে।



হিটার থেকে ইনফ্রারেড রেডিয়েশন আসে, যা শিশুদের ক্ষেত্রে ক্ষতিকর।



হিটারের সামনে ময়েশ্চারাইজার, চোখের ড্রপ রাখলে তা নষ্টও হয়ে যেতে পারে।