শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত অভিনেত্রী না হলেও বেশ জনপ্রিয়।



শাহিদ - পত্নীর চুল আকর্ষণীয় সুন্দর। তিনি একবার ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন টিপস।



শাহিদের স্ত্রীর সুন্দর ঢেউ খেলানো চুলের সিক্রেট নাকি জবা ফুল দিয়ে তৈরি এক সলিউশন।



আপনার গাছ থেকে তুলে রাখুন লাল টুকটুকে ২ টি জবা।



সঙ্গে তুলে আনুন ৭-৮ টি জবা পাতা।



এবার জবা, পাতা ও অল্প নারকেল তেল গ্রাইন্ড করে নিন।



ওই মিশ্রণটি থকথকে হবে। এর সঙ্গে আরও কয়েকটি উপাদান দেওয়া যেতে পারে।



এবার সেই পেস্ট নারকেল তেলের সঙ্গে ফোটান।



খুবই ভাল হয় যদি ৭-৮ কারি পাতার সঙ্গে এক চা চামচ মেথি বীজ এবং আমলা গুঁড়াও মেশানো যায়।



মীরার মতে, কেউ নিম এবং সজনে পাতাও ফোটানোর সময় মিশ্রণে যোগ করতে পারেন।



তাহলেই পেয়ে যেতে পারেন শাহিদ-ঘরণীর মতো আকর্ষণীয় চুল।