১টা ডিম, ২ চামচ নারকেল তেল মিশিয়ে চুলে গরম জলের ভাপ নিন ১০ মিনিট।



হেনা পাউডার, শিকাকাই পাউডার, আমলা ও রিঠা পাউডার নিন ২ চামচ করে। একই পদ্ধতিতে ভাপ নিন।



১ কাপ দুধ, ১-২ চামচ মধু দিয়ে পেস্ট করুন। চুলে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।



আধ কাপ অ্যালোভেরা জেল, ১ চামচ লেবুর রস মিশিয়ে চুলে মাখুন। গরম জলের ভাপ নিন ১০ মিনিট। ধুয়ে ফেলুন।



১ চামচ রাতভর ভিজিয়ে রাখা মেথি, ১ চামচ মধু, ৩ চামচ দই মিশিয়ে পেস্ট করে নিন। ১০ মিনিট জলের ভাপ নিয়ে চুলে মিশ্রণ লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে নিন।



পরিমাণ মতো অলিভ অয়েল ভাল করে মাথায় মাসাজ করে নিন, ১০ মিনিট ভাপ নেন। হালকা শ্যাম্পু ব্যবহার করুন।



১টা পাকা কলা, ২ চামচ অলিভ অয়েলের মিশ্রণ তৈরি করে নিন। গরম জলের ভাপ নিয়ে মিশ্রণ লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে নিন।



১টা পাকা অ্যাভোকাডো, ২ চামচ দইয়ের মিশ্রণ তৈরি করে জলের ভাপ নেওয়া চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।



আধ কাপ নারকেল ক্রিম নিয়ে গরম জলের ভাপ নেওয়া চুলে লাগিয়ে ফেলুন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।



২ চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে নিন ১ কাপ জলে। স্প্রে বোতলে ঢেলে নিন। শ্যাম্পু করা চুলের জল ঝেড়ে মিশ্রণ স্প্রে করে ঠান্ডা জলে ধুয়ে নিন।