কিন্তু তারপরেও প্রশ্ন থাকে, গুঁড়ো মশলায় কি বাটা মশলার মতো স্বাদ হয়? স্বাদের প্রশ্ন ছাড়াও আরও একটি প্রশ্ন বারবার উঠে আসে, ভেজাল নেই তো?
অনেকসময়েই ভেজাল মশলার চক্র ফাঁসের খবর শোনা যায়, ভেজাল মিশিয়ে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো বা লঙ্কার গুঁড়োর প্যাকেটজাত করা হচ্ছে। ফলে চিন্তা স্বাভাবিক।
এই চিন্তা এড়াতে, গোটা মশলা কিনে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া যায় বা মিক্সিতে জল-মশলা মিশিয়ে বেটেও নেওয়া যায়। তবে এগুলি অবশ্যই শ্রমসাপেক্ষ, সময়ও বেশি লাগে
প্রয়োজনে কিছু ব্র্যান্ড ঘুরিয়ে ফিরিয়ে মশলা পরীক্ষা করে তারপর নিশ্চিত হতে পারেন।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন