প্রথমত, 'নেল এক্সটেনশন' করালে নিজেকে 'ডিভা' ভাবুন! আজ্ঞে হ্যাঁ! অর্থাৎ কাজকর্ম ভেবে চিন্তে করাই ভাল।

অর্থাৎ কোনও শক্ত ক্যানের ঢাকনা খোলা বা ভারী জিনিস তোলা থেকে বিরত থাকুন। ভেঙে যেতে পারে সাধের নখ।

সুন্দর নখগুলো যাতে বেশিদিন টেকে, তার জন্য নখের ওপর জেল পলিশের টপ কোট লাগান। তাতে নখের সৌন্দর্য্য সুরক্ষিতও থাকবে।

কী ধরনের টপ কোট জেল লাগাবেন তার পরামর্শ নিতে পারেন 'নেল টেক' বা যে পার্লার থেকে এক্সটেনশন করাচ্ছেন সেখান থেকেই।

যদি 'এক্সটেনশন' করানোর পর নখ কাটার কথা ভাবেন তাহলে তা বাড়িতে নিজে নিজে না করাই ভাল। নখ ও ত্বকে প্রভাব পড়তে পারে।

একই পরামর্শ যদি নখে টপ কোট লাগানোর বা ফাইল করার কথা ভাবেন, সেক্ষেত্রেও প্রযোজ্য। বিশেষজ্ঞের পরামর্শ নিন।

অ্যাক্রিলিক এক্সটেনশনের জন্য যে সমস্ত রাসায়নিক ভাল নয় তার মধ্যে অ্যাসিটোন অন্যতম।

এছাড়া প্রবল তাপ বা তারপিন তেল এড়িয়ে চলুন। 'নেল টেক'-এর পরামর্শ নিন।

যদি আপনার শুষ্ক ত্বক হয়, তাহলে ভিটামিন ই বা শিয়া মাখন আপনার নখকে হাইড্রেট করতে সাহায্য করবে।

দোকানে যে কোনও 'কিউটিকল ক্রিম' কিনতে পাবেন যাতে ভিটামিন ই আছে।