আপনার পোষ্যের সঠিক পুষ্টির জন্য তাদের খাবারে কী কী উপকরণ থাকা প্রয়োজন? চলুন দেখে নেওয়া যাক।

কুকুর বা বিড়াল আপনি যাই পুষে থাকুন না কেন সঠিকভাবে পুষ্টি না পেলে দেখা দিতে পারে একাধিক সমস্যা।

অতএব পোষ্য কী খাবার খাচ্ছে, সেখানে কী কী পুষ্টিজাত উপকরণ রয়েছে তা নজরে রাখা প্রয়োজন।

আপনার পোষ্যকে দেওয়া খাবার সঠিকভাবে সব ধরনের পুষ্টিজাত উপকরণ থাকলে তবেই পোষ্যদের শরীর-স্বাস্থ্য ভাল থাকবে।

মানবদেহে যেমন কোনও পুষ্টি উপকরণের ঘাটতি হতে দেওয়া যায় না, পোষ্যদের ক্ষেত্রেও বিষয়টা ঠিক তাই।

প্রোটিন- পোটিন যুক্ত খাবার আপনার পোষ্যের জন্য গুরুত্বপূর্ণ। পোষ্যদের হাড় মজবুত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এর ফলে।

হেলদি ফ্যাট- ওমেগা ৩ এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার পোষ্যদের মস্তিষ্ক এবং হৃদযন্ত্র ভাল রাখতে সাহায্য করে।

কার্বোহাইড্রেট- সারাদিন আপনার পোষ্যকে চনমনে চাঙ্গা রাখতে অর্থাৎ শক্তি সরবরাহে সাহায্য করে এই জাতীয় খাবার।

ভিটামিন- পোষ্যদের জন্য খুবই প্রয়োজনীয় ভিটামিন ডি, এ, ই, কে এবং বি১২। পোষ্যদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এইসব ভিটামিন।

ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক- এই চারটি খনিজ পোষ্যদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।