নিজের চুলের ধরন অনুযায়ী সঠিক তেল ব্যবহার করুন।



গোটা রাত চুলের জন্য লাগিয়ে রাখুন 'হেয়ার মাস্ক'।



রুক্ষ ও শুষ্ক চুল হলে ঝরে পড়ে বেশি। ফলে 'অ্যান্টি ফ্রিজ' দ্রব্যাদি ব্যবহার করুন।



বর্ষায় চুলে তুলে বেঁধে রাখুন এবং 'হেয়ারস্প্রে' ব্যবহার করুন।



'হেয়ারব্রাশ'-এর বদলে চুল আঁচড়াতে ভাল কাঠের চিরুনি ব্যবহার করুন।



বর্ষাকালে চুল বেশি শুষ্ক হয়ে যায়। স্কাল্পকে আর্দ্র রাখা জরুরি।



স্নানের পর ভিজে চুলে থাকবেন না। 'ব্লো-ড্রাই' করে নিন সঙ্গে সঙ্গে।



সঠিক শ্যাম্পু যেমন ব্যবহার করবেন, তেমনই প্রয়োজন সঠিক কন্ডিশনারও ব্যবহার করা।



কেরাটিন একটি প্রোটিন যা আপনার ত্বক, চুল ও নখে থাকে। বাইরে থেকে সেই প্রোটিনও ব্যবহার করতে পারেন।



চুলে স্নানের পর নিয়ম করে সিরাম ব্যবহার করুন। চুল নরম থাকে।