ত্বকের স্বাস্থ্যে ঘি ব্যবহারের বিকল্প মেলা মুশকিল



বিশেষত শীতকালে ত্বক ময়শ্চারাইজার করার পাশাপাশি সফটও করে



একাধিক গুণে ভরপুর হলুদ



পেস্ট করে বা কোনও প্যাকের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে ব্যবহার করা যায়



ত্বকের যত্নে ব্যবহার করা যেতে পারে মধু



ব্রণ কমাতে পারে এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ সহ মধু ত্বক পরিষ্কার করতে সাহায্য করে



প্রতিটি ঘরেই থাকে নারকেল তেল



ত্বককে সতেজ রাখে এই তেল, বিশেষ করে শীতকালে মাখা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী



বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় ফ্রেশ ক্রিম, এর পাশাপাশি ত্বকের জন্যও ব্যবহার করা যেতে পারে



টক্সিন দূর করে ব়্যাশ নির্মূল করতে সাহায্য করে ফ্রেশ ক্রিম