উদ্ভিদ থেকে পাওয়া যায় ক্যাস্টর অয়েল। একধরনের ফুলগাছের বীজ কোল্ড প্রেসিংয়ের মাধ্যমে মেলে এই তেল



স্বাস্থ্যের ক্ষেত্রে একাধিক উপকার রয়েছে ক্যাস্টর অয়েলের।



কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? উপকার পাবেন ক্যাস্টর অয়েলে। ঘরোয়া টোটকা হিসেবে কাজ করে।



ফ্যাটি অ্যাসিড থাকে এই তেলে। আর্দ্রতা বজায় রাখতে ব্যবহার করা হয় এই তেল।



ত্বকের এবং চুলের আর্দ্রতা বজায় রাখার জন্য ক্যাস্টর অয়েল ব্যবহার করেন অনেকে



পুরনো দিনে অনেকসময় ধাই-মা, বাড়িতে প্রসব করানোর সময় ক্যাস্টর অয়েল ব্যবহার করতেন। এখন সেসবের ব্যবহার আর নেই।



প্রদাহবিরোধী গুণ রয়েছে ক্যাস্টর অয়েলে। গাঁটের ব্যথায় সাময়িক সুরাহা দিতে পারে এই তেল।



চুলের গোড়া ভাল রাখতে, চুল বাড়াতে ক্যাস্টর অয়েলের বহুল ব্য়বহার হয়। চুলের ঔজ্জ্বল্য ফেরাতেও সাহায্য করে।



চুলের আগা ফেটে গেলে, চুল শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা থাকলে, চুল পড়তে থাকলে ঘরোয়া টোটকা হিসেবে এগুলি ব্যবহার করতে পারেন।



ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।